শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

অহনলিপি ও মোবাইল ফোন

অহনলিপি ও মোবাইল ফোন




বিনামূল্যে ফন্ট ডাউনলোড লিংক--
অহনলিপি-বাংলা১৪ ইউনিকোড ফন্ট প্যাকেজ ডাউনলোড লিংক:  

অথবা 

https://sites.google.com/site/ahanlipi/ 






ডাউনলোড করা এই ইউনিকোড ফন্ট প্যাকেজের মধ্যে আছে ইউনিকোড ফন্ট(কম্পিউটারে লেখার হরফসমূহ) AhanLipi-Bangla14.ttf , তার উপরে ক্লিক করলে ফন্ট ইনস্টল হয়ে যাবে৤ সঙ্গে কিবোর্ড(setup.exe) দেওয়া আছে৤ তাতে ক্লিক করলে কিবোর্ড ইনস্টল হয়ে যাবে৤ কিবোর্ড দিয়ে সহজে লিখতে পারবেন৤ 

 যুক্তবর্ণ স্বচ্ছ, সহজ৤ সঙ্গে কিবোর্ডের নক্সা দেওয়া আছে৤ 


অন্যান্য ফন্টও ডাউনলোড করে নিন৤ 


এই ফন্ট না হলে লেখার উদ্দেশ্য বোঝা যাবে না৤ 



অহনলিপি ও মোবাইল ফোন



অহনলিপি ও মোবাইল ফোন
মনোজকুমার দ. গিরিশ

          সাধারণ মোবাইল ফোন যেটা আমরা ব্যবহার করি, তাতে দশটি চাবি, তথা ‘কি’ হল দশটি৤ এতে ডায়াল করার জন্য ‘কি’ টিপে টিপে দশটি সংখ্যা লেখা যায়, এবং ইংরেজির বড় হাত, ছোটো হাত ২৬টি হরফ লেখা যায়৤ তাই এক-একটি কি-তে থাকে একাধিক ইংরেজি হরফ৤ ২ থেকে ৯ অবধি সংখ্যায় থাকে A থেকে Z হরফ৤ আর সংখ্যা  ১-এ থাকে বিশেষ নানা চিহ্ন৤ শূন্য(০)-তে থাকে বিবিধ সুবিধা, এছাড়া, আরও দুটি কি থাকে ০-এর দুপাশে সেখানেও নানা চিহ্ন ইত্যাদি থাকে৤
২=হরফ - abc
৩=হরফ -def
৪=হরফ -ghi
৫=হরফ -jkl
৬=হরফ -mno
৭=হরফ -pqrs
৮=হরফ -tuv
৯=হরফ -wxyz
          সব চেয় বেশি চাপ পড়ে সংখ্যা ৭-এর উপরে, কারণ সেখানে হরফ S আছে৤ S-দিয়ে নামের সংখ্যা সবচেয়ে বেশি৤
          এখানে Normal প্লেন, এবং Shift প্লেন ব্যবহার করা হয়৤ অর্থাৎ যথাক্রমে স্মল লেটার এবং  ক্যাপিটাল লেটার টাইপ করার ব্যবস্থা৤
          উন্নত আধুনিক ফোনে আছে প্রতিটি ইংরেজি হরফের জন্য ‘কি’৤ তাই তার ব্যবহারিক সুবিধা অনেক বেশি৤

          কম্পিউটারের ইংরেজি কি-বোর্ডে সাধরণভাবে Normal প্লেন, এবং Shift প্লেন ব্যবহার করা হয়৤ অর্থাৎ যথাক্রমে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার টাইপ করার ব্যবস্থা৤ ইংরেজি হরফ টাইপ করার জন্যই এই ইংরেজি কিবোর্ড৤ কিন্তু বাংলায় আছে অনেক বেশি হরফ ১১+৪০=৫১টি, আর স্বরচিহ্ন বা কারচিহ্ন, এবং ফলাচিহ্ন৤ হরফ ও চিহ্নাদি মিলে মোট অন্তত ৬৯টি৤ এ ছাড়া আছে সংখ্যা দশটি৤
          তাই তার কি/চাবি সংখ্যা বেশি হলে সুবিধে৤ নয়তো তাকে ফুটবল খেলতে হয়, ভলিবল/গল্‌ফ কোর্টের অল্প পরিসরে৤
          বাংলা লেখার পরিসর বড় এবং যথাযথ করার জন্য অহনলিপি-বাংলা১৪ ইউনিকোড ফন্টে (AhanLipi-Bangla14.ttf--এটি ইউনিকোড ফন্ট) কি-প্রেস আছে ১৮৮টি৤
          নিচ থেকে-- প্রথম সারি- ১০
                        দ্বিতীয় সারি- ১১
                        তৃতীয় সারি- ১৩
                        চতুর্থ সারি- ১৩
          এইমোট= ১০+১১+১৩+১৩=৪৭টি চাবি৤
          এগুলিকে চারটি প্লেনে ব্যবহার করা হয়েছে--(১)Normal plane, 
(২)Shift plane,
                                  
(৩)AltGr. plane,  আর 
(৪)AltGr.+Shift plane,
          এতে কি-প্রেস পাওয়া যাচ্ছে-- একটি শিফ্‌টে ৪৭, তাই চারটি শিফ্‌টে ৪৭×৪=১৮৮টি৤
          ইংরেজিতে ৯৪ কি-প্রেসের সুবিধা, আর বাংলায় পাওয়া যাবে ইংরেজির দ্বিগুণ ১৮৮ কি-প্রেসের সুবিধা৤ বাংলা কিবোর্ডের এত বেশি সংখ্যক কি-প্রেসের পরিসর, নানা সুবিধাজনক কাজে লাগানো হয়েছে৤ 
          অহনলিপি-বাংলা১৪ ইউনিকোড ফন্টের প্যাকেজে আছে ফন্ট, কি-বোর্ড, এবং অন্যান্য অনেক ফাইল৤ তার ভিতরে AhanLipi-Bangla14 BIBARAN.doc নামে একটি ফাইল আছে, যেখানে নানা বিষয় আলোচনা করা হয়েছে, সেটি দেখলে এর বৈশিষ্ট্য অনুধাবন করা যাবে৤
          এখানে একটি কথা বলা দরকার যে, ‘অহনলিপি’ হল দ্বিতীয় প্রজন্মের লিখন কারগরি সমন্বিত ফন্ট৤ বাংলা লিখনের সবচেয়ে বড় সংকট হল-- সমস্যা সংকুল যুক্তবর্ণের দলা পাকানো মণ্ড হরফ৤ এই দ্বিতীয় প্রজন্মের লিখন কারগরিতে সেই সংকট দূর করা হয়েছে৤ সমস্যা সংকুল যুক্তবর্ণের দলা পাকানো মণ্ড হরফ স্বচ্ছ করা হয়েছে৤ তাই বাংলা পড়া, এবং কম্পিউটারে বাংলা লেখা অনায়াস হয়েছে৤ আধুনিক যুগের লিখনপ্রযুক্তির দিকে নজর রেখে এটি তৈরি করা হয়েছে৤ বাংলা হরফ পরিচয় হলেই এখন বাংলা পড়া যাবে, এবং কম্পিউটারে বাংলা লেখা যাবে৤ এর কিবোর্ড এত সহজ যে, দ্বিতীয় শ্রেণির এক ছাত্র, কিবোর্ড কিছুমাত্র না জেনে অনেক কিছু লিখতে পেরেছে৤ অর্থাৎ মনে বাংলা পরিবেশ রক্ষা করে, বাংলা করে ভাবতে হবে৤
          এই ফন্ট এবং কিবোর্ডের সমন্বিত ব্যবস্থায় বাংলা লিখন এগিয়েছে তৃতীয় প্রজন্ম এবং শেষে চূড়ান্তভাবে চতুর্থ প্রজন্ম অবধি৤ শেষ তথা ৪র্থ পর্যায়ে হরফ কেবল পাশপাশি পরপর বসিয়ে বাংলা লেখা যাবে৤ তবে তা এখুনি প্রয়োগ করা হবে না, তার জন্য দীর্ঘ মানসিক প্রস্তুতি দরকার৤ তাই তৃতীয় প্রজন্মের লিখন কারিগরি ব্যবহার হবে ৫০ বছর পরে, এবং চতুর্থ প্রজন্মের লিখন কারিগরি ব্যবহার হবে ১০০ বছর পরে৤ ইতিমধ্যে দ্বিতীয় প্রজন্মের লিখনপ্রযুক্তি সম্পূর্ণ আত্মস্থ হোক৤
           দ্বিতীয় প্রজন্মের এই সরল লিখন প্রযুক্তিতে, বাংলা লেখা ইংরেজি লেখাকে ছাপিয়ে গেছে৤
           যদি মোবাইলেও-- ল্যাপটপ, বা কম্পিউটারের মতো কিবোর্ডে চারটি শিফ্‌ট বা প্লেন ব্যবহার করা যায়, তবে মোবাইলেও এই ফন্টে লেখালিখি  করা যাবে৤ মোবাইলে কম্পিউটারের মতো এতখানি বৃহৎ পরিসরে কাজ হয় না, তার পরিসর ছোটোই, গল্‌ফ বা টেনিস কোর্টের মতো সীমিত তার পরিসর, আর কম্পিউটারের পরিসর বিশাল ফুটবল মাঠের মতো৤ যদি চারটি শিফ্‌ট বা প্লেন মোবাইলে ব্যবহার করার সুযোগ হয়, তখন এই দ্বিতীয় প্রজন্মের ফন্টের সুবিধা সেখানে পাওয়া যাবে৤
          আসলে এই ১৮৮টি কি-প্রেস ব্যবহার করে, ২য় প্রজন্ম, ৩য় প্রজন্ম এবং চূড়ান্তভাবে ৪র্থ প্রজন্মের লিখন কারিগরি-- এই ফন্টটি এবং এই একই কিবোর্ড ব্যবহার করে করা যাবে৤ ভবিষ্যৎ মাতৃত্ব তো এই নবীনার মধ্যেই জেনেটিক উপায়ে রক্ষিত আছে৤

সংক্ষেপে --

দ্বিতীয় প্রজন্মের বাংলা অগ্রগত ইউনিকোড ফন্ট প্যাকেজ ফ্রি-ডাউনলোড লিংক: https://sites.google.com/site/ahanlipi/
এখানে লেখার ফন্ট হল AhanLipi-Bagla14.ttf -এর উপরে ক্লিক করলে কম্পিউটারে ফন্ট ইনস্টল হয়ে যাবে(এটি অগ্রগত দ্বিতীয় প্রজন্মের বাংলা  ইউনিকোড ফন্ট)৤
setup.exe  হল কিবোর্ড, এর উপরে ক্লিক করলে কিবোর্ড ইনস্টল হবে৤ ফলে
স্ক্রিনের ডানদিকে নিচে  ‘বাং/ENG  লেখা দেখাবে৤ যেটা চাই সেটা ক্লিক করুন৤
লেখার সময়ে ফন্ট-বক্স থেকে AhanLipi-Bagla14.ttf বেছে নিন৤
কিবোর্ড ফাইলে কিবোর্ডের নক্সা/গঠন দেওয়া আছে৤  
AhanLipi-Bangla14 BIBARAN.doc ফাইলে নানাবিধ সমস্যার সমাধান দেওয়া আছে৤ সমস্যায় পড়লে সেগুলি দেখে সমাধান করে নিন৤
       কিবোর্ড এত সহজ যে, কিছু না জেনেই মনে হয় বেশ কিছু কথা লিখতে পারবেন-- কলা, মজা, হরফ, ভরসা, বনময়, পরিচয়, গগনে গরজে মেঘ ঘন বরষা৤ শুধু বাংলা করে ভাবতে হবে, তাহলেই হবে৤ 
       এখানে আছে ফন্ট, আছে কিবোর্ড, এবং আছে অন্য একাধিক ফাইল, যা পড়ে সব রকম সমস্যার সমাধান পাওয়া যাবে৤ আর নইলে তো ফাইলের ভিতরে দেওয়া আছে ইমেল ঠিকানা-- আছে তো বাড়ানো ইলেকট্রনিক হাত, বার্তা পাঠানো যাবে দিবারাত৤ যখন সুবিধে পাঠান আপনার ই-মেলের(ইলেকট্রনিক মেল) হাত৤