বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

হাজার বছর ধরে




হাজার বছর ধরে





হাজার বছর ধরে





বিনামূল্যে ফন্ট ডাউনলোড লিংক--


অহনলিপি-বাংলা১৪ ফন্ট প্যাকেজ গুগুল ডাউনলোড লিংক:


  https://sites.google.com/site/ahanlipi/ 


কিংবা


২৭/০৭/২০১৭ বৃহস্পতিবার

হাজার বছর ধরে
মনোজকুমার দ. গিরিশ

          হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে... (কবি জীবনানন্দ দাশ)

          বাংলাভাষার উদ্ভব হাজার বছর আগে, কেউ বলেন একাদশ শতকে কেউ বলেন নবম শতকে বাংলা ভাষার জন্ম৤ সেই জন্মকাল থেকে ...
          সেই জন্মকাল থেকে আমরা বাংলা লিখছি জড়িয়ে পেঁচিয়ে যখন যেমন সুবিধে৤ বোঝা যায় না কোন্‌ হরফের সঙ্গে কোন্‌ হরফে সংযোগ ঘটেছে৤ এবার সেই খিন্ন পথ পরিহার করে সহজ পথে আমাদের চলা শুরু হল৤ তৈরি হয়েছে দ্বিতীয় প্রজন্মের বাংলা ইউনিকোড ফন্ট যা বাংলা লেখাকে মুক্তি দিয়েছে৤
          আসুন শোনা যাক সেই কাহিনি--
          লেখার জন্য কাগজ লাগে কালি লাগে৤ এক কালে কাগজ কালি ছিল না৤ পাথরে খোদাই করে লেখা হত৤ ব্রাহ্মী লিপিতে লেখা তেমন উদাহরণ দেখা যাবে কোলকাতার জাদুঘরে৤
          তারপরে যুগ গিয়েছে, এসেছে লেখার নতুন নতুন পথ পদ্ধতি৤ মানুষ নিজের মনের কথা, মনের ভাব অন্যের কাছে পৌঁছাতে চেয়েছে এভাবে৤ ব্যবহার হয়েছে গাছের পাতা, গাছের বাকল, লেখার জন্য ফলের রং, কাঠকয়লা ইত্যাদি৤ ক্রমে লেখা এবং পড়া সহজ হয়েছে মানুষের নিজেরই গরজে৤
          অবশেষে এলো কালি কলম, এবং ছাপা৤ বাংলা ছাপার সূচনা ইংরেজদের হাতে৤ তারা বাংলা হাতের লেখাকে অনুসরণ করে ছাপার হরফ-টাইপ বানিয়েছে দেশীয় কর্মী পঞ্চানন কর্মকারকে দিয়ে৤ ক্রমে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই ছাপার পদ্ধতি সহজ এবং আধুনিক হয়েছে৤ বাংলায় এসেছে লাইনোটাইপ (১৯৩৫),  টাইপরাইটার(১৯৪০) ইত্যাদি৤ অনেক পরে কম্পিউটারে বাংলা লেখার সূত্রপাত হয়(১৯৮০-র দশকের প্রথমে), যা অতি আধুনিক ব্যবস্থা৤ সেই আধুনিক ব্যবস্থাও ক্রমে আরও উন্নত হতে থাকল৤ ছেপে লেখার হরফগুলিকে বলে ফন্ট, সেই ফন্ট নন-ইউনিকোড থেকে উত্তীর্ণ হল ইউনিকোডে, যা আন্তর্জাতিক মানের৤ আন্তর্জাতিক ইউনিকোড কনর্সোটিয়াম পৃথিবীর সকল ভাষার সকল হরফের জন্য কোড নির্ধারণ করল, এই কোডগুলিই অলক্ষে থেকে হরফের ছবি কম্পিউটারের পর্দায় প্রকাশ করে৤ হরফ হল আসলে ছবি, হরফের ছবি৤ তবে তা নির্দিষ্ট উচ্চারণকে ধারণ করে৤ তখন সেই ছবিই ‘বর্ণে’ উত্তীর্ণ হয়৤ বাংলায় ফন্ট নির্মাণে সেই কোড অনুসরণ করে ইউনিকোড ফন্ট তৈরি হয়েছে৤ বাংলা লেখার মুক্তি অপেক্ষিত ছিল, এলো দ্বিতীয় প্রজন্মের বাংলা ইউনিকোড ফন্ট যেখানে বাংলা লেখার সবচেয়ে জটিল যে সমস্যা অর্থাৎ যুক্তবর্ণ, তার সমাধান এই ফন্টে করা হয়েছে৤ এই ফন্টে দলাপাকানো কোনও হরফ সংযোগ নেই৤ সকল দলা মুক্ত হয়ে বাংলা লেখা এখন সহজ সুন্দর এবং অনায়াস৤

          যুক্তবর্ণ তথা যুক্তধ্বনি লেখার পদ্ধতির উপরে নির্ভর করে লিখন ব্যবস্থা তিনরকম--(১) মণ্ডহরফ-- উষ৏ , কক্ষ, জ্ঞান, (২)বর্ণসমবায়-- বক্তা, খদ্দর, অল্প (৩)বর্ণসমাবেশ-- Link, Stop, School.
          দ্বিতীয় প্রজন্মের ফন্ট হল-- বর্ণসমবায় পদ্ধতির৤
          এই পদ্ধতিতে লিখন এত যুক্তিবহ হয়েছে যে তা ইংরেজি লেখাকে ছাপিয়ে গেছে৤ এর জন্য দেখুন লিংক: 
বাংলা লেখা ছাপিয়ে গেল ইংরেজিকে : http://banglamoy.blogspot.in/2014/10/blog-post.html
          অল্প বাংলা জানা দেশি বা বিদেশি সকলেই এর লিখন সহজে পড়তে পারবেন, সহজে লিখতে পারবেন৤ মোটামুটিভাবে হরফ পরিচয় হলেই এই ফন্টে লেখা-পড়া করা যাবে৤ যুক্তবর্ণ জনিত জটিলতায় যে ড্রপ আউট তা কমবে, ফলে দেশের অর্থনৈতিক বিকাশের বাধা অনেকটা দূর হবে৤
          ফন্টটি বিনামূল্য ডাউনলোড করে নেওয়া যাবে৤ সরাসরি লিংকে ক্লিক করে, অথবা এটি সার্চ প্যানেলে কপি পেস্ট করে সার্চ দিয়ে যে সাইটগুলি আসবে তা ওপেন করলে ফন্টের ডাউনলোড লিংক পাওয়া যাবে৤
    শুভেচ্ছা রইল৤

মনোজকুমার দ. গিরিশ
মণীশ পার্ক, কোলকাতা
২৭/০৭/২০১৭